ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

বিএনপি নেতা জাফরুল হাসান মারা গেছেন

বিএনপি নেতা জাফরুল হাসান মারা গেছেন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রবীণ শ্রমিক নেতা জাফরুল হাসান রাজধানীর এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

জাফরুল হাসান কিডনি জটিলতা ও ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন বলেন, দীর্ঘদিন জাফর ভাই রোগভোগের পর দুপুরে আমাদেরকে ছেড়ে গেছেন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন, কিডনি জটিলতাও ছিল।

আনোয়ার হোসেইন জানান, ঢাকায় জানাজা শেষে জাফরুল হাসানের মরদেহ ফরিদপুরে শহরে নিয়ে আলিপুর কবরাস্থানে দাফন করা হবে।

জাফরুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শ্রমিক দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নভেল করোনা ভাইরাসের কারণে ‘শাটডাউন’ পরিস্থিতির মধ্যেও অনেকেই তাকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান।

জাফরুল হাসানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • পঠিত