ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ঢাকা মহানগরী‌তে জাপার চার‌টি ক‌মি‌টি গঠনের সিদ্ধান্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৫

ঢাকা মহানগরী‌তে জাপার চার‌টি ক‌মি‌টি গঠনের সিদ্ধান্ত
ফাইল ফটো

ঢাকা মহানগরকে চার ভাগে বিভক্ত করে পৃথক চারটি ক‌মি‌টি গঠনের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে জাতীয় পা‌র্টি। বর্তমা‌নে ঢাকা মহানগরী‌তে (উত্তর ও দ‌ক্ষিণ) জাপার দু‌টি ক‌মি‌টি র‌য়ে‌ছে। ক‌য়েক‌ দি‌নের ম‌ধ্যে মহানগরীর চার‌টি স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টি গঠন করা হ‌বে।

মঙ্গলবার বিকা‌লে রাজধানীর গুলশানে পার্টির সমন্বয় অফিসে সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয় এক বিবৃতিতে জানানো হয়েছে।

স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির সদস‌্য ও সাবেক এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাার সভাপ‌তিত্বে সভায় বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাবেক এমপি এমএ গোফরান, অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

সভায় আগামী ১৫ অক্টোবর দ‌লের সবগু‌লো অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠ‌ন এবং স‌ম্মেলন উপল‌ক্ষে প্রতি‌টি জেলা উপ‌জেলায় জোরা‌লো প্রচারনা চালা‌নোর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় দ‌লের সা‌বেক প্রেসি‌ডিয়াম সদস‌্য ফখরুজ্জামান জাহাঙ্গীরকে আহবায়ক ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদারকে সদস্য সচিব করে সম্মেলন প্রচার উপ-কমিটি গঠন করা হয়।

বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশা‌দের নেৃত‌ত্বে ২৬ ন‌ভেম্বর জাতীয় কাউ‌ন্সিল অনু‌ষ্ঠিত হ‌বে। সেই কাউ‌ন্সি‌লে সারা‌দে‌শের পরী‌ক্ষিত নেতাকর্মী‌দের সমন্ব‌য়ে নতুন এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌বে ব‌লেও সভায় জানা‌নো হয়।

এসময় অ‌্যাড‌ভো‌কেট জিয়াউল হক মৃধা বলেন, এরশাদ আদর্শের একজন সৈনিক বেঁচে থাকতে লাখ জনতার দেয়া পল্লীবন্ধু স্বীকৃতি ‌কেউ মুছে ফেলতে পার‌বে না। তি‌নি সবাই‌কে এরশাদের আদর্শ বু‌কে ধারণ ক‌রে বেগম রওশন এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তোলার আহ্বান জানান।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, প্রস্তুতি কমিটির সদস‌্য সাবেক এমপি ড. নুরুল ইসলাম মিলন, সাবেক এমপি ও প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. খন্দকার রফিকুল ইসলাম, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু ও শ্রমিক নেতা শাহ্ আলম তালুকদার।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত