ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘সরকারের দায়িত্বহীনতায় চকবাজারে অগ্নিকাণ্ড’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭

‘সরকারের দায়িত্বহীনতায় চকবাজারে অগ্নিকাণ্ড’

সরকারের দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদের তথাকথিত নির্বাচনের ওপরে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে গণশুনানিতে শোক প্রস্তাবের সময় তিনি এ মন্তব্য করেন।

গণশুনানিতে প্রধান বিচারক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সকাল ১০টায় এ গণশুনানি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে এ গণশুনানি চলবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ, বাইবেল পাঠ করা হয়।

শোক প্রস্তাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ভারাক্রান্ত ও ক্ষোভের সঙ্গে এ গণশুনানিতে এসেছি। কারণ দেশে আজ কোনো গণতন্ত্র নেই।’

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল বন্দিকে নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। পরে চকবাজারে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

গণশুনানিতে জুরি বোর্ডে ৭ জন বিচারক রয়েছেন। তারা হলেন- ড. কামাল হোসেন, ড. এমাজউদ্দিন আহমেদ, মহসীন রসিদ, অধ্যাপক নুরুল আমিন বেপারি, প্রফেসর দিলারা চৌধুরী, সা কা ম আনিসুর রহমান খান ও ড. আসিফ নজরুল।

গণশুনানি পরিচালনা করছেন আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেমন হোসেন আলাল, জগলুল হায়দার আফ্রিক, শহীদ উদ্দিন স্বপন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, বিএনপি নেতা আব্দুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত আছেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত