ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

৫০০ টাকা মুচলেকায় ১৫ দিনের জামিন রেদোয়ানের

৫০০ টাকা মুচলেকায় ১৫ দিনের জামিন রেদোয়ানের

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলিসহ গ্রেফতার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ জামিন আদেশ দেন।

সোমবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে (বিজি-১৪৩৩) ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ। বিমানবন্দরে স্ক্যানিং করার সময় তার ল্যাগেজে ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি পাওয়া যায়।

এরপর সকাল ৯টার দিকে রেদোয়ান আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হয়।

আদালতে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই মুহাম্মদ মশিউল আলম আসামিকে কারাগারে রাখার আবেদন জানান।

পরে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মোতালেব জামিন চেয়ে শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ৫০০ টাকায় মুচলেকায় আগামী ১৫ জুলাই পর্যন্ত রেদোয়ান আহমেদকে জামিনের আদেশ দেন বিচারক।

আইনজীবী আব্দুল মোতালেব শুনানিতে বলেন, ‘আসামির গুলি ও ম্যাগাজিনের লাইসেন্স রয়েছে। আদালতে এ লাইসেন্সের কপি দাখিল করা হবে। আসামি ভুলবশত গুলি-ম্যাগজিন বিমানবন্দরে নিয়ে যান। কোনো খারাপ উদ্দেশ্য তার ছিল না।’

  • সর্বশেষ
  • পঠিত