ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দুর্লভ পরিযায়ী পাখি ও রিজার্ভ ফরেস্টে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ জুন ২০২০, ১৮:৩৫

দুর্লভ পরিযায়ী পাখি ও রিজার্ভ ফরেস্টে

পাখি বিজ্ঞানীরা এসব পাখির নাম দিয়েছেন ‘মাইগ্রেটরি বার্ড’ অর্থাৎ পরিযায়ী পাখি। দুর্লভ পরিযায়ী পাখি জন্য বিখ্যাত পেঞ্চ টাইগার রিজার্ভ ফরেস্টে। যা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। ১৯৫৩ সাল থেকে এদের সংরক্ষণ শুরু করে ভারত।

এই পাখিগুলোর বিশেষ পেখম পর্যটকদের আকর্ষিত করে। দুর্লভ এই পাখি (Migrated bird from US) দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভিড় করেন এই রিজার্ভ ফরেস্টে।

এই পাখি মার্কিন মুলুকের ন্যাশনাল উড়ান সংস্থার প্রতীক। ১৯৫৩ থেকে ভারতরে শোভা বাড়িয়েছ এই পরিযায়ী পাখি। পেঞ্চ টাইগার রিজার্ভের এই পাখির আশপাশের গ্রাম প্রজনন করে। কারণ এদের পেখম বেশ দুর্মূল্য।

জানা গিয়েছে, আমেরিকার গ্রেট ইগ্রেটের পর মধ্যপ্রদেশ এই পাখিদের বাস্তুতন্ত্রের সঙ্গে খাপ খায়। তাই প্রতিবছর দলে দলে এই পাখি এই রিজার্ভ ফরেস্ট আসে ও বাসা বাঁধে। এদের দেখতে ভিড় বাড়ে পক্ষী-প্রেমী ও পর্যটকদের।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত