ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

কাতার সফর বাতিল যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবলের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২০, ১৯:৪০

কাতার সফর বাতিল যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ক্ষেপণাস্ত্র হামলায় বাগদাদ বিমানবন্দরে নিহত হন ইরানের মিলিটারি কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি। এ ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। কাতারে অনুশীলন ক্যাম্প করার কথা ছিল যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ক্যাম্পটি স্থগিত করেছে দেশটি। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন।

কাতারের পরিবর্তে মার্কিনরা ০৬ জানুয়ারি থেকে ফ্লোরিডায় ব্রাডেনটনের আইএমজি একাডেমিতে অনুশীলন শুরু করবে। মূলত ০১ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনে নামছে যুক্তরাষ্ট্র ফুটবল দল।

গত বৃহস্পতিবার ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। শুক্রবার পেন্টাগনের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিজেদের দেশের অন্যতম নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানিরাও।

  • সর্বশেষ
  • পঠিত