ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশের সাহায্য চাইলেন মিয়াঁদাদ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫২

বাংলাদেশের সাহায্য চাইলেন মিয়াঁদাদ

পাকিস্তান সফরে বাংলাদেশ যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে বাংলাদেশ যেন পাকিস্তান সফরে যায় সে জন্য সামাজিক মাধ্যম উত্তপ্ত করেই চলেছে দেশটির ক্রিকেট সংশ্লিষ্টরা। কখনো অনুরোধ, কখনো উদ্ভট বক্তব্যে পাকিস্তান যে ক্রিকেটের জন্য নিরাপদ তা ফুটিয়ে তুলছে তারা। সেই তালিকায় এবার নতুন সংযোজন সাবেক পাকিস্তানি কিংবদন্তী জাভেদ মিয়াঁদাদ।

মিয়াঁদাদ বলেছেন, ‘বাংলাদেশ আমাদের কাছে ভাইয়ের মতো। ওদের ক্রিকেটের অবস্থা যখন নাজুক, তখন পাকিস্তান বাংলাদেশকে নানাভাবে সাহায্য করেছে। তাই বাংলাদেশেরও উচিত পাকিস্তানে সিরিজ খেলতে আসার মাধ্যমে পাকিস্তানকে সাহায্য করা। প্রতিবেশী এই দুই দেশের উচিত ক্রিকেটের ব্যাপারে একে অন্যকে সাহায্য করা।’

বাংলাদেশের দাবি অনুযায়ী, যদি শেষ পর্যন্ত পিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়, তাহলে তা এ মাসেই হওয়ার কথা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান অবশ্য বলছেন, আগামী সপ্তাহের বোর্ড সভায় পাকিস্তান সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

  • সর্বশেষ
  • পঠিত