ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ডাবল সেঞ্চুরির পথে মুশফিক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৫

ডাবল সেঞ্চুরির পথে মুশফিক

দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে রীতিমতো রান উৎসবে মেতেছে বাংলাদেশ। দিনের শেষ সেশনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪৬ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ৫১৭ রান। ইতিমধ্যেই লিড হয়ে গেছে ২৫২ রানের। দেড়শ রানের মাইলফলক অতিক্রম করে ডাবল সেঞ্চুরির দিকে ছুটছেন ১৮২* রানে অপরাজিত মুশফিকুর রহিম। তার সঙ্গী লিটন দাসও (৪৫*) দুর্দান্ত ব্যাট করছেন। বাংলাদেশ এই স্কোর কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার।

এর আগে ৩ উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে টাইগাররা। মুমিনুলের পর মুশফিকও তুলে ফেলেছেন সেঞ্চুরি। বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট বলতে চোখের সামনে ভেসে আসে মুমিনুল হকের নাম। প্রতিপক্ষ যেই হোক না, ফরম্যাট যদি হয় টেস্ট তাহলে মুমিনুল মানেই রানের ফুলঝুরি! কিন্তু শেষ কয়েক টেস্টেই নিজেকে হারিয়ে খুঁজছেন মুমিনুল। যেন রান করা ভুলেই গিয়েছেন এই লিটল মাস্টার। ভারত-পাকিস্তানের বিপক্ষে বাজে পারফরম্যান্সের পর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে জ্বলে উঠেছেন তিনি। সকালেই তুলে ফেলেছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে মুমিনুলের এটি প্রথম সেঞ্চুরি। স্পর্শ করলেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি নয় সেঞ্চুরি করা তামিম ইকবালকে। ২০৮ মিনিটে ১৫৬ বলে তিন অঙ্ক ছোঁয়ার পথে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১২টি চার। লাঞ্চের পর মুশফিকও উদযাপন করলেন তিন অঙ্ক স্পর্শ করে। এ নিয়ে ক্যারিয়ারের ৭ম বার টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন মুশি।

মুশফিকের সঙ্গে ২২২ রানের জুটি গড়ে মোমেন্টাম ধরে রাখতে পারলেন না মুমিনুল। সকালের সেশনে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি উদযাপন করেন মুমিনুল হক। কিন্তু লাঞ্চের পর সেটিকে বড় করতে পারলেন না তিনি। ১৩২ রানেই এনডিলোভুর বলে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। ক্রিজে সেঞ্চুরিয়ান মুশফিকের সঙ্গে আছেন নতুন ব্যাটসম্যান মিথুন। ক্যারিয়ারের ৭ম বার টেস্ট সেঞ্চুরি তুলেছেন মুশি।

মুমিনুলের বিদায়ের পর মুশফিকের সঙ্গী হন মিথুন। বামহাতি স্পিনার এনডিলোভুর স্পিনেই গ্লাভসবন্দী হয়েছেন তিনি। শুরুতে আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মিঠুন। সেখানেও সুসংবাদ মেলেনি। ১৭ রানে ফিরে যান তিনি। মুশফিক অবশ্য অপরপ্রান্ত আগলেই খেলছেন। সপ্তম সেঞ্চুরি তুলে ব্যাট করছেন তার নিজস্ব গতিতে। তার ইনিংসে ভর করে বড় লিডের দিকেই ছুটছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত