ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন মুশফিক

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩

পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন মুশফিক

পরিবারের সম্মতি না থাকায় পাকিস্তানে যাবেন না মুশফিক, সেটা আগেই বোর্ডকে জানিয়েছেন তিনি। তখন বোর্ডও মেনে নিয়েছে। কিন্তু মুশফিকের পরিবার নিয়ে পাপনের কটুক্তির কারণে ফের আলোচনায় এসেছে মুশফিকের ইস্যু।

একটি সংবাদমাধ্যমকে মুশফিক বলেছেন, ‘আমি পাকিস্তানে যাব কি যাব না এটা ক্রিকেট বোর্ডকে পরিষ্কার করে বলে দিয়েছি। তারাও আমার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পিএসএল থেকেও আমার প্রস্তাব এসেছিল। আমি নাম দেব কি-না সেটা জানতে চেয়েছিল। আমি ওই টুর্নামেন্টের জন্যও নাম দেইনি।’

এখানেই না থেমে মুশফিক যোগ করেছেন, ‘বোর্ডের উচিত আমার সিদ্ধান্তকে সম্মান জানানো। কারণ পাকিস্তানের বর্তমান অবস্থা বিবেচনা করে আমি যাওয়ার জন্য নিজের নাম পেশ করতে পারছি না। সুতরাং এটা নিশ্চিত যে আমি পাকিস্তানে যাচ্ছি না। তবে যারা যাচ্ছেন তাদের জন্য আমার শুভ কামনা।’

বিসিবি সভাপতির চাওয়াকেও অনেকেই যৌক্তিক বলে মনে করছেন। তারা বলছেন মুশফিক বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড়। সে কারণেই বোর্ড সভাপতি তার বক্তব্যে বলেছেন, ‘আমি আশা করব মুশফিক এবার পাকিস্তানে যাবে। দল দু’বার ঘুরে এসেছে। সেখানকার পরিস্থিতি সবার জানা। তাছাড়া শুধু তো পরিবারের কথা ভাবলে হবে না। দেশের কথাও ভাবতে হবে। দেশ সবার আগে।’

  • সর্বশেষ
  • পঠিত