ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

করোনায় প্রাণ গেল পাক কিংবদন্তি আজম খানের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১৪:৪৩

করোনায় প্রাণ গেল পাক কিংবদন্তি আজম খানের

আক্রান্ত ১৬০০, মৃত ১৭। এটাই করোনা বিধ্বস্ত পাকিস্তানের সাম্প্রতিক পরিসংখ্যান। আর এর মাঝেই এল কিংবদন্তি পাক স্কোয়াশ খেলোয়াড় আজম খানের মৃত্যুর সংবাদ। মারণ ভাইরাসই কেড়ে নিল তার প্রাণ। পাকিস্তানের ক্রীড়ামহলে নেমে এসেছে শোকের ছায়া।

মৃত্যুকালে আজমের বয়স হয়েছিল ৯৫। করোনায় সংক্রমিত হয়ে গত সপ্তাহে লন্ডনের ইলিং হসপিটালে ভর্তি হন তিনি। ওখানেই গত শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজম। এমনটাই পরিবার সূত্রে খবর।

আজম ১৯৫৯ ও ১৯৬১ সালে স্কোয়াশের ঐতিহ্যবাহী ব্রিটিশ ওপেন জেতেন। তার দাদা হাশিম খানও ছিলেন স্কোয়াশের কিংবদন্তি। আজমকে স্কোয়াশের সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে গণ্য করা হয়। গোড়ালির চোটতো ছিলই, তারওপর ৬২ সালে নিজের ১৪ বছরের সন্তানের মৃত্যু মেনে নিতে পারেননি আজম। ফেরেননি আর খেলায়।

পেশোয়ারের ছোট্ট গ্রাম নাওয়াকিলে জন্মগ্রহণ করেন আজম। পেশোয়ার বরাবরই বিশ্ব চ্যাম্পিয়ন্স স্কোয়াশ প্লেয়ারদের আঁতুরঘর। আজমের দুই ভাই জাহাঙ্গীর ও জানশের খানও ছিলেন স্কোয়াশের মহাতারকা। ১৯৫৬ সালে পাকাপাকি ভাবে আজম চলে আসেন লন্ডনে। জীবনের শেষ সময় কাটান এখানেই।

  • সর্বশেষ
  • পঠিত