ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বাতিল হওয়া লিগে চ্যাম্পিয়ন পিএসজি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ মে ২০২০, ২০:১৯

বাতিল হওয়া লিগে চ্যাম্পিয়ন পিএসজি

করোনা ভাইরাসের কারণে এবারের মৌসুম বাতিল হলেও ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রান্স ফুটবলের সর্বোচ্চ লিগের এই খবরটি নিশ্চিত করেছে ফুটবলের নিউজ পোর্টাল গোল ডট কম। আর এতে করে টানা তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পেতে যাচ্ছে পিএসজি।

তবে দুঃসংবাদ শুনতে হচ্ছে ফরাসি জায়ান্ট দল লিঁও-কে। ১৯৯৭ সালের পর তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাচ্ছে না। শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, তারা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা টুর্নামেন্টও মিস করবে। কেননা বর্তমান লিগ টেবিলে তারা সাত-এ রয়েছে।

এদিকে এ মাসের শুরুতে ফ্রান্সের ফুটবল সংস্থা এলএপপি জানিয়েছিল, ফ্রান্স ১১ মে-তে লকডাউন তুলে দিতে যাচ্ছে। ফলে জুন থেকে লিগ ফের শুরু করা যাবে। তবে পরবর্তীতে এমন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ্পে। করোনা ভাইরাস মহামারির কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ফুটবল ফেরার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জানান তিনি। তাই ধরে নেওয়া যায় পিএসজিই চ্যাম্পিয়ন।

  • সর্বশেষ
  • পঠিত