ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

মাইলফলকের সামনে অ্যান্ডারসন

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ১৩:৪৩  
আপডেট :
 ১২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৩

মাইলফলকের সামনে অ্যান্ডারসন

আর মাত্র ১০ উইকেট হলেই ৬০০ উইকেটর মাইল ফলকের কীর্তি পূরণ করবেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। যা অতীতে ছোঁয়ার সৌভাগ্য হয়নি আর কোনো ফাস্ট বোলারেরই।

পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট। এই টেস্টেই ১০ উইকেট পূরণ না হলে একই মাঠে অনুষ্ঠেয় তৃতীয় টেস্টে সুযোগটা তো থাকছেই। পাকিস্তানের বিপক্ষে শেষ দুই টেস্টের চার ইনিংসে ১০ উইকেট নিতে পারলে মাইলফলক ছোঁয়ার প্রত্যাশাটা তো করাই যায়।

তবে অ্যান্ডারসনের চিন্তার কারণও আছে। ৪ টেস্ট খেলে ১৬ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালে ভারতের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেটই তার সেরা বোলিং। প্রথম ম্যাচে ৩/৬২, ২/৪৯ এরপর শেষ টেস্টে ৪২ রানে কোন উইকেট পাননি।

অ্যান্ডারসন কিন্তু অবশ্য দুই দিন আগেই টেস্ট ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা আরেকবার পরিস্কার করেছেন, 'অবসর নিয়ে ভাবছি না। স্বপ্নের সেই মাইল ফলক পূরণ করে বিশ্ব রেকর্ডের খাতায় নিজের নাম লিখতে চান তিনি। আর দলের হয়ে সিরিজটাও।

বাংলাদেশ জার্নাল/টিএস/টিআই

  • সর্বশেষ
  • পঠিত