ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

শিগগিরই মুমিনুলের অস্ত্রোপচার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২০, ১১:৫৩

শিগগিরই মুমিনুলের অস্ত্রোপচার
আঙুলের চোটে খেলার বাইরে মুমিনুল

টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পান। চোটের অবস্থা গুরুতর হওয়ায় শিগগিরই আঙুলের সার্জারি করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, 'আমরা একজন বিশেষজ্ঞ সার্জনের সঙ্গে মুমিনুলের বিষয়ে কথা বলেছি। তিনি এক্সরে রিপোর্ট দেখে জানিয়েছেন অস্ত্রোপচার লাগবে। এখন আমরা বসে ঠিক করবো এই সার্জারি দেশে নাকি বিদেশে করা হবে। এই ধরণের অস্ত্রোপচার দেশেই সম্ভব। আমরা চেষ্টা করবো যেন সেরাটাই করা যায়।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজে মুমিনুলকে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে দেবাশীষ চৌধুরী জানান, 'আমরা জানি এই ধরণের অপারেশনে চার সপ্তাহ সময় লাগে রিকভার করতে। তবে মাঠে তিনি কবে ফিরতে পারবেন বা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলতে পারবেন কিনা তা বলার সময় এখন নয়।'

বিসিবি প্রধান চিকিৎসক আরও বলেন, 'এই ক্ষেত্রে সুস্থ হওয়া ও রিহ্যাব প্রক্রিয়া সব কিছু নির্ভর করছে। তাই তিনি জানুয়ারিতে টেস্ট সিরিজে থাকবেন কিনা সেটা এখনই বলার সময় হয়নি।'

অন্যদিকে এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, 'এই মুহূর্তে বলা মুশকিল। কারণ এখনও পুরোপুরি মেইলটা আমরা পাইনি। সার্জারি হবে,তারপরও সময় আছে এখনও টেস্ট ক্রিকেটের আগে যথেষ্ঠ সময় আছে। এই মুহূর্তে আশা করছি যে ও ঠিক হয়ে যাবে।'

বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই

  • সর্বশেষ
  • পঠিত