ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

রিয়াল-বার্সাকে মুখোমুখি হতে দিল না বিলবাও

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ০৯:৪০

রিয়াল-বার্সাকে মুখোমুখি হতে দিল না বিলবাও
সুপার কাপ সেমি-ফাইনালে রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিক বিলবাও।

নিজেদের ভুলে পিছিয়ে পড়ার পর বিরতির আগেই আরেক গোল হজম করল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও শেষ রক্ষা হয়নি। লা লিগা চ্যাম্পিয়নদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে অ্যাথলেটিক বিলবাও।

বার্সেলোনার পথটাও মসৃণ ছিল না। রিয়াল সোসিয়েদের কাছে প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক ট্রাইব্রেকারে জিতেছে লিওনেল মেসির দল। তাই স্প্যানিশ কাপের ফাইনালে এই বার্সার সঙ্গে দেখা হওয়ার ভালো সম্ভাবনা ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের।

কিন্তু বার্সা-রিয়াল ফাইনালের স্বপ্নে বাধা হয়ে দাঁড়াল অ্যাথলেটিক বিলবাও। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়েছে দলটি। আগামী রোববার তারা ফাইনাল খেলবে বার্সার বিপক্ষে।

ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখা রিয়ালের প্রথমার্ধের আক্রমণে ছিল না তেমন ধার। শেষ ৩০ মিনিটে তাদেরকে কিছুটা চেনা রূপে দেখা গেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে অতটা কার্যকর হতে পারেননি ভিনিসিউস-বেনজেমারা।

রক্ষণ কিংবা আক্রমণ-দলের যখন যেখানে প্রয়োজন, মৌসুমের শুরু থেকে আলো ছড়ানো লুকাস ভাসকেস ছিলেন বিবর্ণ। তার ভুলেই প্রথম গোল হজম করে রিয়াল। দ্বিতীয় গোলেও দায় এড়াতে পারবেন না এই স্প্যানিয়ার্ড।

ভাসকেসের ওই ভুলেই অষ্টাদশ মিনিটে পিছিয়ে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। ডি-বক্সের ডান দিকে নিরীহ বল প্রতিপক্ষের পায়ে তুলে দেন তিনি। উপহার পেয়ে দানি গার্সিয়া দারুণ রক্ষণচেরা পাস বাড়ান ডি-বক্সে। ঠাণ্ডা মাথায় বল ধরে কোনাকুনি শটে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন রাউল গার্সিয়া।

৩৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন গার্সিয়া। ইনিগো মার্তিনেসকে রাইট-ব্যাক ভাসকেস পেছন থেকে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অল্পের জন্য বেঁচে যায় রিয়াল; ইকের মুনিয়াইনের হেড পোস্টের বাইরে দিয়ে যায়। সাত মিনিটের ব্যবধানে দুবার ভাগ্যের ফেরে গোল না পাওয়ার হতাশা যোগ হয় মাদ্রিদ শিবিরে; ৬১তম মিনিটে মার্কো আসেনসিওর শট পোস্টে লাগার পর স্প্যানিশ এই ফরোয়ার্ডেরই দূরপাল্লার শট ক্রসবারে বাধা পায়।

অবশেষে ৭৩তম মিনিটে জালের দেখা পায় রিয়াল। ডান দিক থেকে সতীর্থের হেডে বাড়ানো বল প্রতিপক্ষের পা ছুঁয়ে গোলমুখে পেয়ে টোকায় জালে জড়ান বেনজেমা। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআরে দেখে গোলের বাঁশি বাজান রেফারি।

পাল্টা আক্রমণে ৮০তম মিনিটে ফের ব্যবধান বাড়িয়ে নিতে পারতো বিলবাও। তবে আসিয়েরের শট এগিয়ে এসে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

বাকি সময়ে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলে রিয়াল। ৮৮তম মিনিটে সের্হিও রামোসের হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। আর যোগ করা সময়ের শেষ দিকে ডি-বক্সে হেড করতে গিয়ে রিয়াল অধিনায়ক পড়ে গেলে পেনাল্টির আবেদন ওঠে। ভিএআর প্রযুক্তিতে নিশ্চিত হতে বেশ খানিকটা সময় লাগে, বাড়তে থাকে উত্তেজনা। রিয়ালের আশা অবশ্য পূরণ হয়নি, উল্লাসে ফেটে পড়ে বিলবাও।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত