ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মেজাজ হারিয়ে তিরস্কৃত কোহলি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ১২:৩৭

মেজাজ হারিয়ে তিরস্কৃত কোহলি
বিরাট কোহলি

ক্রিকেটকে বলা হয় জেন্টেলম্যানদের খেলা। অনেকে আবার ক্রিকেটকে রাজাদের খেলাও বলে থাকেন। খেলায় প্রতিটি দল তাদের প্রতিপক্ষকে চেপে ধরবে। উইকেট ফেলার চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। কিন্তু ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি যে মেজাজ ঠিক রাখতে পারেন না সেটা আমরা আগেও অনেকবার দেখেছি। এবারও তার ব্যতিক্রম হয়নি!

ঘটনাটা ঘটেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)। গতকাল বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। খেলায় ৬ রানের অবিশ্বাস্য জয়ও পেয়েছে ব্যাঙ্গালুরু।

তবে এ জয়ের পর ম্যাচ রেফারির কাছে গিয়ে তিরস্কৃত হতে হয়েছে ব্যাঙ্গালুরু অধিনায়ক কোহলিকে। এতে অবশ্য তার দলের কোনো দায় নেই। পুরোপুরি ব্যক্তিগত দোষের কারণেই আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে কোহলিকে।

খেলা শেষে ম্যাচ রেফারি ভেঙ্গালিল নারায়ণ কুট্টি এ সিদ্ধান্ত নেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় আইপিএল সংবিধানের ২.২ অনুচ্ছেদের আইন ভঙ্গ করার। যেখানে লেভেল-১ মাত্রার আইন ভঙ্গ করেছেন কোহলি। এর দায়ে তিরস্কৃত করা হলেও কোনো জরিমানা গুনতে হয়নি ব্যাঙ্গালুরু অধিনায়ককে।

কর্তৃপক্ষ বলছে, আইপিএলের নিয়ম-নীতির মধ্যে সরাসরি উল্লেখ করা আছে, ম্যাচ ডে'তে ক্রিকেটীয় কোনো সরঞ্জামের ওপর নিজের রাগ-ক্ষোভ প্রকাশ করা যাবে না। তাই কোহলিকে তিরস্কৃত করা হয়েছে। লেভেল-১ অপরাধ হওয়ায় ম্যাচ রেফারির সিদ্ধান্তই এখানে চূড়ান্ত বলে বিবেচিত হয়েছে।

ম্যাচে নিজেদের ইনিংসের ১৩তম ওভারে জেসন হোল্ডারের বলে বিজয় শংকরের ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন ৩৩ রান করা কোহলি। টিভি ক্যামেরায় দেখা যায়, আউট হয়ে ফেরার সময় বাউন্ডারি দড়ির কুশন এবং ডাগআউটের চেয়ারে লাথি মেরেছেন কোহলি।

কোহলি আউট হলেও আরসিবি প্রথমে ব্যাট করে ১৪৯ রান তোলে। শেষ ওভারের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬ রানে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এসেছে তারা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত