ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ইউরোপে ট্রেনিংয়ে ৪ টেবিল টেনিস খেলোয়াড়

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

ইউরোপে ট্রেনিংয়ে ৪ টেবিল টেনিস খেলোয়াড়
ছবি- সংগৃহীত

বিশ্বের ৬০টি দেশকে টেবিল টেনিসের সরঞ্জামাদি দিয়ে থাকে বিশ্বখ্যাত টেবিল টেনিস সামগ্রী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান স্ট্যাগ। এবার তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিল বাংলাদেশ টেবিল টেনিসেও। গত মার্চে কাতারের দোহায় টিটির সহসভাপতি খন্দকার হাসান মুনীরের সঙ্গে এ সংক্রান্ত এক চুক্তি সই করেন স্ট্যাগ ইন্টারন্যাশনালের কো-চেয়ারম্যান এবং কমনওয়েলথ টিটি ফেডারেশনের চেয়ারম্যান বিবেক কোহলি।

যা সম্প্রতি টিটির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। এই চুক্তির ফলে আগামী চার বছর (এ বছরের ১লা মে থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত) আন্তর্জাতিক মানের টেবিল, বল, নেট, খেলোয়াড়দের টি-শার্ট, মোজা, ব্যাগ, আম্পায়ার টেবিল, স্কোরবোর্ড, এরিনাসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাবেন দেশি টিটি খেলোয়াড়রা।

কমনওয়েলথ টিটি ফেডারেশনের বোর্ড অব ডিরেক্টরস সদস্য খন্দকার হাসান মুনীর বলেন, এগুলো ছাড়াও চুক্তির বাইরে বাংলাদেশের চারজন খেলোয়াড় প্রত্যেক বছর ৪০ দিন স্ট্যাগ ইন্টারন্যাশনালের ইউরোপে অবস্থিত ট্রেনিং সেন্টারে বিনা খরচে প্রশিক্ষণ নিতে পারবে।

বাংলাদেশ জার্নাল / আইএইচ / এএম

  • সর্বশেষ
  • পঠিত