ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৫৩

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ
ছবি- সংগৃহীত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।

আজ শুক্রবার থেকে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকিট বিক্রি চলে।

জানা যায়, এই টেস্টের সর্বনিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মূল্য ৫০ টাকা রাখা হয়েছে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

এদিকে দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে দর্শক ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়া হয়েছে।

গ্যালারিতে বসে খেলা দেখতে হলে ১৮ বছরের বেশি বয়সীদের দুই ডোজ কোভিড টিকা নেয়া থাকতে হবে। সূত্র- বাসস

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত