ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

বিশ্বকাপে মেসির হাতে আর্ম ব্যান্ড ‘সবার জন্য শিক্ষা’

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ২২:১২  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০২২, ২২:২৭

বিশ্বকাপে মেসির হাতে আর্ম ব্যান্ড ‘সবার জন্য শিক্ষা’
বিশ্বকাপে মেসি হাতে আর্ম ব্যান্ড ‘সবার জন্য শিক্ষা’ । ছবি: ইন্টারনেট

সবার জন্য শিক্ষা। বিশ্বকাপ ফুটবলের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন ফুটবল নক্ষত্র লিওনেল মেসি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের নক আউট পর্বে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর সেই ম্যাচে মেসি যে আর্ম ব্যান্ড পরে নেমেছিলেন, তাতে নজর থাকল গোটা বিশ্বের।

শিশু শিক্ষা নিয়ে কাজ করার জন্য মেসিকে তাদের সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর করেছিল বাইজুস। মেসি সংস্থার হয়ে বার্তা তুলে ধরেন বিশ্ব ফুটবলের মঞ্চ থেকে।

এর আগে ইউনিসেফের হয়ে একই কাজ করেছেন মেসি। বার্সেলোনার হয়ে খেলার সময় বিভিন্ন মঞ্চ থেকে শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য বার্তা দিয়েছেন তিনি। এবার একই বার্তা দিলেন দেশের জার্সি গায়ে ১০০০তম ম্যাচটি খেলার মাইলফলক দিনে। বিশ্বকাপের নক আউট পর্বে এদিনই প্রথম গোল করলেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল।

উল্লেখ্য, লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় শিক্ষিতের হার অবাক করার মতো। ১০০ জনের মধ্যে ৯৯ জন স্বাক্ষর। মেসির অবশ্য ছোটবেলার বেশিরভাগটাই কেটেছে স্পেনে। বার্সেলোনার লা মাসিয়া অ্যাকাডেমিতে।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত