ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ

৩-০ গোলে এগিয়ে শিরোপার কাছে বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৩  
আপডেট :
 ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫১

৩-০ গোলে এগিয়ে শিরোপার কাছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে নেপালের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের শিরোপার লড়াই।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। গোল করেছেন রিপা আক্তার ও শামসুন্নাহার জুনিয়র।

ম্যাচের ৪৩ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন শাহিদা আক্তার রিপা। রিপার গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৫তম মিনিটে গোলটি করেন তিনি।

প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। আর প্রথম আসরেই ফাইনালে স্বাগতিক বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের সামনে শেষ বাধা নেপাল।

এদিকে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ফাইনালে অন্য রকম একটা ম্যাচ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা নেপালকে হারিয়েছি ঠিকই, তবে ভুলে গেলে চলবে না, তারাই কিন্তু শক্তিশালী ভারতকে বিদায় করেছে। তার পরও আমার কাছে মনে হয়, ফাইনালে আমাদের মেয়েরাই এগিয়ে। শিরোপা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা (গোলরক্ষক), শামসুন্নাহার (অধিনায়ক), আকলিমা, আফিদা, নাসরীন, সুরমা, স্বপ্না রাণী, রিপা, ইতি, সোহাগী ও মাহফুজা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত