ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

শাহিদিকে থামালেন রুবেল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৮  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০২

শাহিদিকে থামালেন রুবেল

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। গ্রুপ পর্ব শেষ না হতেই সুপার ফোর নিশ্চিত দুই দলের। তাই আজকের ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে। তবে বাংলাদেশের জন্য এটি একপ্রকার প্রতিশোধের ম্যাচও। কারণ আফগানিস্তানের বিপক্ষে শেষ সিরিজে সাকিব আল হাসানের নেতৃত্বে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। তাই আফগানিস্তানকে কোন ছাড় দিতে রাজি নয় মাশরাফিরা।

আবুধাবীতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের দলপতি আসগর আফগান। বিকাল সাড়ে ৫টায় মাঠে নামবে দুই দল। আজকের ম্যাচ দিয়েই অভিষিক্ত হচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনি। নাজমুল হোসেন শান্ত এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট ম্যাচ খেলেছেন। আর আবু হায়দার রনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

শুরুতেই আঘাত হানলেন আবু হায়দার রনি। ইনিংসের দ্বিতীয় ওভারে মোহাম্মদ মিথুনের হাতে ক্যাচ বানিয়ে আফগান ওপেনার ইহসানুল্লাহকে সাজঘরে ফিরিয়ে দিয়েছে তিনি। চার বলে আট রান করেছেন ইহসানুল্লাহ। ওয়ানডে ক্রিকেটে রনির এটি প্রথম উইকেট। আফগান শিবিরে পরের আঘাতটিও আনেন অভিষিক্ত রনি। নিজের তৃতীয় ওভারের শেষ বলে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন রহমত শাহকে। সাজঘরে ফেরার আগে ১৭ বলে ১০ রান তুলেন রহমত।

দুই উইকেট হারিয়েই শাহজাদ ও শাহিদির জুটিতে খেলায় ফিরতে শুরু করল আফগানিস্তান। কিন্তু ইনিংসের ২০তম ওভারে নিজের প্রথম ওভার শুরু করেই শাহজাদকে ফেরালেন সাকিব আল হাসান। ওভারের তৃতীয় বলে আবু হায়দার রনির হাতে ব্যক্তিগত ৩৭ রানে ক্যাচ হয়েছেন মোহাম্মদ শাহজাদ।

দলীয় ১০১ রানে আফগান শিবিরে নিজের দ্বিতীয় আঘাত হানেন সাকিব। দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন আফগানিস্তান অধিনায়ক আসগর আফগানকে। এরপর আফগানিস্তানের দলীয় ১৩৯ রানে ফের আঘাত হানে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের শিকার সামিউল্লাহ শেনওয়ারি। আফগানিস্তানের সবাই আসা যাওয়ার মধ্যে থাকলেও ব্যতিক্রম ছিলেন হাশমতউল্লাহ শাহিদি। তবে দলীয় ১৫০ রানে ব্যক্তিগত ৫৮ রান করে রুবেলের বলে লিটনের ক্যাচ হয়ে সাজঘরে ফিরেছেন শাহিদি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৫১ রান।

বাংলাদেশের একাদশ:

মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হাসান শান্ত, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, আবু হায়দার রনি ও রুবেল হোসেন।

আফগানিস্তানের একাদশ:

আসগর আফগান (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজীর উর রহমান, আফতাব আলম এবং ইসানুল্লাহ জানাত।

  • সর্বশেষ
  • পঠিত