ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাবি শিক্ষার্থী রিদুয়ান রানার আপ

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ২১:৩০

আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় রাবি শিক্ষার্থী রিদুয়ান রানার আপ

আন্তর্জাতিক তায়কোয়ান্দো কোরিয়ান মার্সাল আর্ট প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. রিদুয়ান তাসকিন। দক্ষিণ কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ান্দো ফেসটিভাল-২০১৮’-এ অংশ নিয়ে তিনি রানার আপ হয়েছেন।

তায়কোয়ান্দো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা ৪-৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। ফাইনালে -৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন রানার আপ হন। অন্যদিকে ঘানার উইনেবারে ইউনিভার্সিটি অব অ্যাডুকেশনের শিক্ষার্থী ফায়সে সেলুরম চ্যাম্পিয়ন হন।

প্রতিযোগিতায় অংশ নিতে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের প্রতিনিধি দল কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দলের খেলোয়াড় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিদুয়ান তাসকিন এবং কোচ শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চঞ্চল।

তাসকিনের কোচ কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাসকিন -৬৮ ওজন শ্রেণিতে অংশ নেয়। এতে ১২ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় গোল্ডেন পয়েন্টে হেরে তাসকিন রানার আপ হয়েছেন।’

তিনি আরো বলেন, ‘নিজ খরচে আমরা কোরিয়ায় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষকতা করলে তায়কোয়ান্দোতে আরো ভালো অর্জন করতে পারবো।’

পদক জয়ী তাসকিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরে আমি আনন্দিত। কোচের পরিশ্রম ও গাইডলাইন আমাকে অনেক সাহায্য করেছে।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত