ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রোনালদোকে টপকে মেসিকে ছুঁলেন লেভানডফস্কি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ১১:২৭

রোনালদোকে টপকে মেসিকে ছুঁলেন লেভানডফস্কি

চ্যাম্পিয়ন্স লিগে ১৫ মিনিটে ৪ গোল করে ইতিহাস গড়লেন তারকা ফুটবলার রবার্ট লেভানডফস্কি। এ নিয়ে ইউরোপসেরা লিগে দ্রুততম ৪ গোল করার কীর্তি গড়েছেন তিনি। রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে মোট ছয় গোল করে বায়ার্ন মিউনিখ।

আর ৫৩ মিনিট থেকে ৬৭ মিনিটের ব্যবধানে একাই চারটে গোল করেন বায়ার্নের রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়ন্স লিগে এত কম সময়ের ব্যবধানে টানা চারটে গোল করার নজির এখন এই পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কির দখলেই।

এদিন রেড স্টার বেলগ্রেডকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে বাকি দুটি গোল করেন গোরেতকা আর তোলিসো।

এর আগেও চ্যাম্পিয়নস লিগে একাই ৪ গোল করেন লেভানডফস্কি। ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এ কৃতিত্ব দেখান তিনি। সেবার সেমিফাইনালের প্রথম পর্বে ৪-১ জেতে জার্মান জায়ান্টরা। সবকটি গোলই করেন তিনি।

এবার বায়ার্নের জার্সিতে একই ঘটনার পুনরাবৃত্তি করলেন লেভানডফস্কি। এতে হালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে গেলেন তিনি। একই সঙ্গে লিওনেল মেসিকে স্পর্শ করলেন ক্ষীপ্রগতির স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগে দুবার ৪ গোল করার কীর্তি আছে মেসির। ২০০৯-১০ মৌসুমে আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে ৪-১ জেতে বার্সেলোনা। সব গোলই করেন ছোট ম্যাজিসিয়ান।

আর ২০১১-১২ মৌসুমে ইউরো টুর্নামেন্টে শেষ ষোলোর ম্যাচে বায়ার লেভারকুসেনকে ৭-১ গোলে বিপর্যস্ত করে বার্সা। একাই ৫ গোল করেন মেসি। আরেক ফুটবল মায়েস্ত্রো রোনালদো এখন পর্যন্ত একবারই এক ম্যাচে ৪ গোল করতে পেরেছেন। ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপপর্বে খর্বাশক্তির মালমোকে ৮-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। ওই ম্যাচে সিআর সেভেন করেন ৪ গোল।

এ ছাড়া এক ম্যাচে ৪ গোল করার তালিকায় রয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ, মারিও গোমেজ, মার্কো ফান বাস্তেন, সিমোনে ইনজাগি, রুদ ফান নিস্তেলরুই, আন্দ্রে শেভচেঙ্কোর মতো তারকারা। তবে মাত্র ১৪ মিনিট ৩১ সেকেন্ডে ৪ গোল করা একমাত্র ফুটবলার লেভানডফস্কিই।

এ সিজনে অবিশ্বাস্য ফর্মে আছেন বায়ার্ন স্ট্রাইকার। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৫৩ ম্যাচ। গোল করেছেন ৫১টি। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে সাত ম্যাচে করেছেন ১০ গোল।

  • সর্বশেষ
  • পঠিত