ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিশুদের ক্ষুধা নষ্ট হয় স্মার্টফোনের কারণে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৬  
আপডেট :
 ০২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৭

শিশুদের ক্ষুধা নষ্ট হয় স্মার্টফোনের কারণে

প্রযুক্তি যেমন আমাদের দরকার, তেমনি এর ক্ষতিকারক দিকও আছে। বিশেষ করে শিশুদের প্রয়োজন না হলে বুঝেশুনে প্রযুক্তি ব্যবহার করতে দিতে হবে।

ক্ষুধা নষ্ট করে

দুশ্চিন্তা, ধূমপান, মদ্যপানের কারণে ক্ষুধা নষ্ট হয়। তবে শিশুদের ক্ষুধা নষ্ট হয় স্মার্টফোনের কারণে। অতিরিক্ত আসক্তিও হতে পারে ক্ষুধামন্দার কারণ।

শিশুর মনোযোগ নষ্ট স্মার্টফোনে যখন আপনার সন্তান ভিডিও গেমস খেলতে থাকে, তখন তার পূর্ণ মনোযোগ সেদিকে দেয়। এতে তার সামাজিক-মানসিক দক্ষতার প্রচণ্ড অভাব হয়।

শিশুর মানসিক গঠন পরিবর্তন স্মার্টফোন আপনার সন্তানের মানসিক গঠনও বদলে দিতে পারে। আপনার সন্তান ছেলেবেলায় প্রকৃতির কাছে থাকছে না যা খুবই জরুরি। ফলে তার আচরণের পরিবর্তন, অনুভূতিহীনতা আসবে।

শিশুর ঘুমে সমস্যা করে

ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার করলে ঘুমে সমস্যা হয়। একসময় শিশুদের ইনসমনিয়া তৈরি হতে পারে। এক গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা ঘুমানোর সময় স্মার্টফোন ব্যবহার বেশি করেন তাদের ঘুম গড়ে অন্যদের তুলনায় ২০.৬ মিনিট করে কম হয়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত