ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রংপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৩

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৫:১৯

রংপুরে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ৩

রংপুরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে একটি অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে তিন যাত্রীর মৃত্যু হয়েছে; যাদের একজন নয় মাসের অন্তঃসত্ত্বা।

এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে অ্যাম্বুলেন্সের চালকের অবস্থা আশঙ্কাজনক। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহাদেবপুর চওড়াপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোসাদ্দেক আজাদের স্ত্রী মনি বেগম (২০), মনির চাচি অফিয়া খাতুন (৫০) ও অ্যাম্বুলেন্সের সহকারী তুষার (১৮)।

ওসি আব্দুর রাজ্জাক প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, অন্তঃসত্ত্বা মনি ও তার তিন আত্মীয়কে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছিল অ্যাম্বুলেন্সটি। চওড়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অন্তঃসত্ত্বা মনি ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, ভর্তির কিছুক্ষণ পর অফিয়া ও তুষার মারা যান। মাথায় প্রচণ্ড আঘাতে তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। চিকিৎসাধীন তিনজনের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

এসআইএস/

  • সর্বশেষ
  • পঠিত