ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মন্ত্রিপরিষদ সচিবের পদত্যাগ দাবি

মন্ত্রিপরিষদ সচিবের পদত্যাগ দাবি
কোটা

সরকারি চাকরিতে কোটা বাতিলের সুপারিশ করায় মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের পদত্যাগ দাবি করেছেন কোটা বহালের দাবিতে আন্দোলনরতরা।

এই আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দিন বলেন, ‘কোটা বাতিলের প্রজ্ঞাপন সরকারের ভেতর থেকে অন্তর্ঘাতমূলক তৎপরতা। এই তৎপরতা প্রতিহত করার জন্য মন্ত্রিপরিষদ সচিবকে (শফিউল আলম) বিদায় নিতে হবে। আমরা স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের প্রশাসনের মধ্যে দেখতে চাই না।’

মন্ত্রিপরিষদ সচিবের সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘তিনি কারও সঙ্গে কোনো পরামর্শ করেননি। সংবিধানে স্বীকৃত এই কোটা কত সেমিনার, ওয়ার্কশপ করে সংবিধানে সংযুক্ত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কারও সঙ্গে কোনো আলাপ না করে বাতিল করা হলো। এটা বিবেচনা প্রসূত না, এটা প্রশাসনের মধ্যে স্বাধীনতাবিরোধীদের একটি অপতৎপরতা। আমরা এই অপতৎপরতার সঙ্গে যারা যুক্ত তাদের সুস্পষ্ট অপসারণ চাই।’

জামাল উদ্দিন জানান, শনিবার দুপুর ৩টায় শাহবাগ মোড়ে তারা একটি সমাবেশ করবেন। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন, অনলাইন ও বিভিন্ন মিডিয়ার খবর শুনে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা আমাদের আন্দোলনে স্বতস্ফূতভাবে অংশ নিচ্ছে। প্রথম দিন লোক সমাবেশ কম হলেও আস্তে আস্তে সবাই শাহবাগ মোড়ে আসছে।’

প্রধান সমন্বয়ক বলেন, ‘আমাদের দাবি, সরকারি চাকরিতে ৩০% যে কোটা আছে সেটা অব্যাহত রাখতে হবে। সাউথ এশিয়ার বিভিন্ন দেশে এই রকম কোটা আছে। কিন্তু কেন সেটা বাংলাদেশে তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী কোটা একটা মানবিক বিষয়। তারা সাদা ছড়ি নিয়ে রাস্তায় নেমে গেছে। এটা কি আমাদের জাতির জন্য বিশ্বের কাছে ছোট করবে। তারা বলবে এই দেশের প্রতিবন্ধীরা তাদের চাকরির অধিকারের জন্য রাস্তায় নেমে আন্দোলন করছে। বর্তমান প্রধানমন্ত্রী ও দেশ যে সুনাম রেখেছে বিশ্বের কাছে সেই সুনাম এখন কোথায় থাকবে। কারও সাথে আলোচনা না করে বাতিল করা হয়েছে; এটা আমরা মানবো না।’

জামাল উদ্দিন ‍হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আন্দোলন এখনও সংগঠিত রূপ নেয়নি; কিন্তু অচিরেই সংগঠিত রূপ নেবে এবং তাদের শক্তি প্রদর্শন করবে। আমরা শুধু শাহবাগ না লাগাতাল কর্মসূচি দিয়ে সারা বাংলাদেশ অচল করে দেব।’

  • সর্বশেষ
  • পঠিত