ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

হিরুর টানে কুমিল্লায় ব্রাজিলের তরুণী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৮, ১৮:৫৩

হিরুর টানে কুমিল্লায় ব্রাজিলের তরুণী

প্রেমের কোনো ভাষা-সংস্কৃতি, ধর্ম-বর্ণ, দেশ-কাল-পাত্র নেই। প্রেমের টানে সব প্রতিবন্ধকতাকে অতিক্রম করে প্রেমিক-প্রেমিকার মিলনের গল্প উদাহরন আজ নতুন নয়। তেমনি প্রেমের টানে এক ব্রাজিলের তরুণী সম্প্রতি ছুটে আসলেন বাংলাদেশে।

প্রবাসে থাকাকালে দেখা, তারপর ফেসবুকে যোগাযোগ, এরপর শুরু হয় প্রেম। সেই প্রেমের টানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে বাবাকে নিয়ে বাংলাদেশের কুমিল্লায় প্রেমিকের বাড়িতে চলে এলেন জুলিয়ানা। একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার প্রত্যয়ে বিয়েও করে ফেললেন প্রেমিককে।

কুমিল্লার লাকসাম উপজেলার দোখাইয়া গ্রামের আবুল খায়েরের ছোট ছেলে আবদুর রব হিরুর সঙ্গে জুলিয়ানার এই বিয়ে এখন ওই এলাকার মানুষের মুখে মুখে।

এবিষয়ে হিরু বলেন, ‘সিলেট মদনমোহন কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষবর্ষে পড়ার সময় জীবিকার তাগিদে পাড়ি জমাই বাহরাইনে। সেখানে ইংরেজি ভাষা শিক্ষা সেন্টারে ২০১২ সালের ৬ জুলাই আমার সঙ্গে জুলিয়ানার পরিচয় হয়। পরে ফেসবুকে জুলিয়ানার আইডিতে লাইক দেই, সেও আমাকে লাইক দিতো। এভাবেই শুরু হয় মেসেজ আদান-প্রদান ও কথাবার্তা। এক সময় তা প্রেমে রূপ নেয়।’

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেই জুলিয়ানার সঙ্গে হিরুর বিয়ের কথাবার্তা শুরু হয়। জুলিয়ানা তার বাবা মারকোস জিয়ানিংয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। গত ৩১ অক্টোবর বাবা-মেয়ে দু’জন বাংলাদেশে আসেন। ঢাকায় বিমানবন্দর থেকে তাদের স্বাগত জানিয়ে আনেন হিরু ও তার স্বজনরা।

হিরু বলেন, ‘পরে কাকরাইল কাজী অফিসে গেলে জুলিয়ানা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আমরা ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করি। এরপর মিরপুর-২ নম্বরে একটি ভাড়া বাসায় উঠি। গত সপ্তাহে জুলিয়ানা ও তার বাবাকে নিয়ে আমি কুমিল্লার লাকসামের নিজ বাড়িতে আসি। আমরা ভালো আছি। জুলিয়ানা কিছু বাংলা বলতে শিখেছে। আমাদের পরিবার এই সম্পর্ক নিয়ে খুবই খুশি।’

হিরুর বাবা আবুল খায়ের বধূবরণ উপলক্ষে গত ১ নভেম্বর ৩০০ লোকের মেজবানির আয়োজন করেন। অতিথেয়তা মুগ্ধ করেছে হিরুর ব্রাজিলিয়ান বউ ও শ্বশুরকে। রিক্সায় ঘুরে বেড়িয়েছেন গ্রামীণ জনপদ। ভালো লেগেছে বাঙালি সংস্কৃতি। বাংলা শেখার চেষ্টা করছেন। ভিনদেশি এ ললনার আচরণে মুগ্ধ প্রেমিক হিরু মিয়ার পরিবার। গ্রামের লোকজনও মহাখুশি।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত