ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইউজিসি এ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবি অধ্যাপক শফিকুল ইসলাম

  নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৮, ১০:১৩

ইউজিসি এ্যাওয়ার্ড পাচ্ছেন নোবিপ্রবি অধ্যাপক শফিকুল ইসলাম

২০১৭ সালের ইউজিসি এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম।

৭ আগস্ট (মঙ্গলবার) বিকেলে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ১১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আনুষ্ঠানিকভাবে এ্যাওয়ার্ডটি (স্বর্ণপদক) তাকে প্রদান করবেন। এ বিষয়ে অধ্যাপক মো. শফিকুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, 'আমি মনে করি যে গবেষণার ক্ষেত্রে এটি ফার্মেসী বিভাগ তথা নোবিপ্রবির একটি অর্জন। শিক্ষকদের মধ্যে এটিই নোবিপ্রবির প্রথম UGC Award. আশা রাখি ভবিষ্যতে আরও অনেক UGC Award নোবিপ্রবিতে আসবে।'

এসময় তিনি তার গবেষণার সাথে যুক্ত শিক্ষার্থী এবং পরিবারের সদস্য ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রসঙ্গত “Elevated serum MDA and depleted non-enzymatic antioxidants, macro-minerals and trace elements are associated with bipolar disorder” শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য তিনি এ এ্যাওয়ার্ডটি পাচ্ছেন।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত