ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

হাসপাতালে ভর্তি নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৮, ১৬:১২

হাসপাতালে ভর্তি নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন

বরেণ্য নজরুল সংগীতশিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেন গুরতর অসুস্থ। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়েছে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পীকে। খালিদ হোসেনের অসুস্থতার কথা জানিয়েছেন তার ছেলে আসিফ হোসেন।

জানা গেছে, লাঞ্চ ফেইলুর ও হার্টের গুরুতর সমস্যায় ভুগছেন খালিদ হোসেন। গত ১২ এপ্রিল থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। হাসপাতালে তাকে প্রথমত করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়। সোমবার (১৬ এপ্রিল) সকালে তাকে অপারেটিভ সেন্টারে নেয়া হয়েছে। খালিদ হোসেনের চিকিৎসা তত্ত্বাবধান করছেন প্রফেসর ডা. আলী হোসেন।

১৯৪০ সালের ৪ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন খালিদ হোসেন। দীর্ঘ পাঁচ দশক ধরে তিনি নজরুল সংগীতের সঙ্গে যুক্ত। তার কণ্ঠে নজরুল সংগীতের আলাদা জনপ্রিয়তা রয়েছে। এছাড়া নজরুল সংগীতের গবেষক হিসেবেও আলোচিত তিনি। ক্যারিয়ারে তিনি ছয়টি নজরুল সংগীতের অ্যালবাম প্রকাশ করেছেন। খালিদ হোসেনের একটি আধুনিক গানের অ্যালবাম ও ১২টি ইসলামী গানের অ্যালবামও রয়েছে।

কেআই/

  • সর্বশেষ
  • পঠিত