ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫২ মিনিট আগে
শিরোনাম

পদত্যাগ স্থগিত, জানালেন হারিরি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ১৭:৫৪

পদত্যাগ স্থগিত, জানালেন হারিরি

রাষ্ট্রপতি মিশেল আউনের অনুরোধের প্রেক্ষিতে তার পদত্যাগপত্র স্থগিত রয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি আরও জানান, প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হারিরি জানান, প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি আমাকে আরও আলোচনার জন্য অপেক্ষা করতে বলেন। আমি তার সম্মানার্থে সমাধানের জন্য অপেক্ষা করছি।

দুই সপ্তাহ আগে আকস্মিক পদত্যাগের করেন হারিরি। পরে বুধবার সকালে দেশে ফিরে আসেন তিনি। পদত্যাগের সময় সৌদিতে অবস্থান করছিলেন তিনি। তখন অনেকেই ধারণা করছিলেন, হয়ত সৌদি কর্তৃপক্ষের চাপেই এই সিদ্ধান্ত নিয়েছেন হারিরি।

সশরীরে উপস্থিতি ছাড়া হারিরি’র পদত্যাগপত্র গ্রহনে অস্বীকৃতি জানিয়েছিলেন প্রেসিডেন্ট আউন। তাছাড়া, তার পদত্যাগের পেছনে সৌদি চাপের বিষয়টিও অস্বীকার করেছিলেন হারিরি।

অন্য অনেকের মতো আউনও বিশ্বাস করতেন যে, সৌদি সরকারই হারিরিকে নজরবন্দি রেখেছে।

পদত্যাগপত্রে হারিরি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়ানোর জন্য ইরান এবং হিজবুল্লাহকে দায়ী করেন। পাশাপাশি খুন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

সূত্র: আরটি

/এসএস/

  • সর্বশেষ
  • পঠিত