ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

মহাকাশেও উদযাপিত হচ্ছে বড়দিন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০

মহাকাশেও উদযাপিত হচ্ছে বড়দিন

আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবারও পালন করা হচ্ছে বড়দিনের উৎসব।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবীর মতোই নাচ, গান ও বাদ্য বাজিয়ে আর কেক কেটে হইচইয়ের মধ্য দিয়ে করে মহাকাশে পালিত হচ্ছে ক্রিসমাস।

মহাকাশ স্টেশনে এ মুহূর্তে ‘এক্সপেডিশন-৫৪’ এর মহাকাশচারীরা অবস্থান করছেন। তিন মাস ধরে সেখানে একটি প্রজেক্টে ব্যস্ত তারা।

মহাকাশ স্টেশনেই ক্রিসমাস ডে পালন করছেন বিজ্ঞানীরা। তাদের এ উৎসব চলবে জানুয়ারির প্রথম দিন পর্যন্ত। এর আগেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রিসমাস পালিত হয়েছে।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত