ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

পরমাণু শক্তিতে প্রথম হতে যাচ্ছে চীন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৪  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৯

পরমাণু শক্তিতে প্রথম হতে যাচ্ছে চীন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র এক রিপোর্টে জানা যায়, আগামী দুই দশকের মধ্যে পরমাণু শক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন। এ সময়ে চীন বর্তমানের চেয়ে তিনগুণ পরমাণু সক্ষমতা বাড়াবে।

সংস্থার নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, চীন খুব শক্তিশালীভাবে এগিয়ে আসছে। বর্তমানে ৬০টি পরমাণু কেন্দ্র নির্মাণাধীন রয়েছে যার এক-তৃতীয়াংশ চীনে তৈরি হচ্ছে। ফলে খুব শিগগিরই আমরা চীনকে বিশ্বের এক নম্বর পরমাণু শক্তি হিসেবে দেখব। এভাবে চলতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে দেশটি আমেরিকার পরমাণু শক্তিকে ছাড়িয়ে যাওয়ার বিশ্বাস রাখে।

তিনি আরও বলেন, ১৯৬০'র দশক থেকে আমেরিকা বিশ্বের প্রধান পরমাণু শক্তির দেশ হলেও দুটি ঘটনা তাদের সে স্থান থেকে সরিয়ে দেবে। প্রথমত, সম্প্রতি তেমন বেশি পরমাণু স্থাপনা নির্মাণ করে নি ।দ্বিতীয়ত, যা আছে তা সারাজীবনের জন্য নয়। তাই ধারণা করা যায় এভাবে চলতে থাকলে আমেরিকার পরামাণু শক্তি শতকরা ২০ ভাগ থেকে সাত ভাগে কমে আসবে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত