ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বড় ছেলের পরীক্ষার খুশিতে গ্রামজুড়ে বিরিয়ানি ভোজ!

বড় ছেলের পরীক্ষার খুশিতে গ্রামজুড়ে বিরিয়ানি ভোজ!

বাড়ির বড় ছেলের মাধ্যমিক পরীক্ষার খুশিতে গ্রামজুড়ে বিরিয়ানি ভোজের আয়োজন করেছেন বাবা রজব আলী। আমন্ত্রণপত্র বিলি করে অতিথিদের বিরিয়ানি খাইয়েছেন।

শুধু রজব আলি নন, তার মতো আরও অনেক বাবাই সন্তানের পরীক্ষা উপলক্ষে এলাকার মানুষকে দাওয়াত করেছিলেন। সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের বেশ কয়েকটি এলাকায় এমন আয়োজন করা হয়।

পেশায় রাজমিস্ত্রি রজব আলির বাড়ি ভগবানগোলায়। তিনি জানালেন, বাড়ির বড় ছেলে এবার মাধ্যমিক দিচ্ছে। সে উপলক্ষে এ আয়োজন। কোথাও কোনো ত্রুটি থাকলে যে মান থাকবে না।

পদ্মাপাড়ের লালগোলায় সারজেমান শেখের বাড়িতেও এলাহি আয়োজন করা হয়েছে। সারজেমান বললেন, বড় ছেলের মাধ্যমিক তো, তাই সামান্য এ আয়োজন। ছেলেটারও ভয় ভাঙল। উপরি পাওনা, অতিথিদের দোয়া। আমন্ত্রিতরাও পরীক্ষার্থীদের উপহার হিসেবে দিয়েছেন কলম-খাতা-বই।

সীমান্তঘেঁষা লালগোলা, ভগবানগোলা, ফরাক্কা কিংবা লালবাগের মতো জনপদে এমন রেওয়াজ অবশ্য নতুন নয়। লালগোলা লস্করপুর উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, মাধ্যমিকের আগে সবাই দুশ্চিন্তায় থাকে। এমন আয়োজনে ভয়টা কেটে যায় উৎসবের আমেজে।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত