ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গাজায় বিক্ষোভ: ৬ ফিলিস্তিনি নিহত

গাজায় বিক্ষোভ: ৬ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যাকায় শুক্রবারের নিয়মিত বিক্ষোভে গুলি চালিয়ে আরো ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

হামলা সম্পর্কে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, শুক্রবার গাজার আল বুরিজ বেষ্টনীর কাছে নিহত হয়েছেন চারজন। বাকিরা নিহত হয়েছে গাজা সিটিতে। নিহতদের মধ্যে ১৭ ও ১৮ বছর বয়সী দুই কিশোরও রয়েছে। তবে এ ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আহত হয়নি।

হামলায় আহত হয়েছে আরো ২৫২ ফিলিস্তিনি। এদের মধ্যে বুলেটের আঘাতে আহত হয়েছে মোট ১৫৪ জন।

গাজা উপত্যকায় গত মার্চ থেকে প্রতি শুক্রবার ইসরায়েলি দখলদারিত্বে বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনি জনতা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনি মুসল্লিরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে সেটি লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর গুলিতে গত শুক্রবারও নিহত হয়েছিল ছয়জন।

তবে সবচেয়ে ভয়াবহতম হামলাটি হয়েছিল মে মাসে। ওই ইসরায়েলি হামলায় সবমিলিয়ে ৬০ বিক্ষোভকারী নিহত হয়। ২০১৪ সালে ইসরায়েলি-ফিলিস্তিনি যুদ্ধের পর একসঙ্গে এত ফিলিস্তিনি নিহতের ঘটনা এটিই প্রথম।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত