ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২০

সোমালিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার বন্দুক ও বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

এক পুলিশ কর্মকর্তা ইব্রাহিম মোহাম্মদ জানান, রাজধানী মোগাদিসুতের গতকাল শুক্রবার সাহাফি হোটেলের সামনে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকযুদ্ধ চালায় সন্ত্রাসীরা। সাহাফি হোটেলের সামনে প্রথমে দুটি বোমা বিস্ফোরণ ঘটে। এরপর তৃতীয় বোমাটি শহরের একটি ব্যস্ততম রাস্তায় বিস্ফোরিত হয়।

দেশটির পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বলেন, সন্ত্রাসীরা হোটেলের ভিতরে প্রবেশ করতে না পারলেও হোটেলের বাইরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অনেক মানুষ মেরে ফেলে।

মোহামদ আদেন নামে এক প্রত্যক্ষদর্শী আল-জাজিরাকে বলেন, আমি নিজে গাড়ির ভিতর থেকে অনেক লাশ বের করে নিয়ে আসি।

হামলায় আহত হওয়া হুসেইন নূত্র নামের একজন দোকানদার বলেন, রাস্তায় অনেক গাড়ি ও মানুষের ভিড় ছিল। বোমা বিস্ফোরণের পর অনেকের লাশ রাস্তায় পড়ে থাকে। এছাড়া বন্দুকধারীরা গুলি করেও অনেকজনকে হত্যা করে।

সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

সূত্র: আল জাজিরা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত