ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ত্বক ঝুলে পড়া কমায় টোনিং

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২  
আপডেট :
 ২০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৭

ত্বক ঝুলে পড়া কমায় টোনিং

আমরা প্রতিদিনই ত্বক পরিষ্কার করে থাকি। কিন্তু এরপরও একটি ধাপ থাকে। আর তা হচ্ছে টোনিং। টোনিং ত্বকের বলিরেখা ও ঝুলে পড়া দূর করে। এছাড়াও ত্বকের অতিরিক্ত তেল, মরা কোষ, ময়লা, মেকআপ দূর করে ত্বকের সজীবতা বজায় রাখে টোনিং। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন টোনার।

এক টেবিল চামচ মধুসহ খোসা ছাড়ানো আপেল ব্লেন্ড করে নিন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সব ধরণের ত্বকে ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত ত্বকের জন্য ডিম খুব ভাল টোনার। মুখ ক্লিনজিংয়ের পর ডিমের সাদা অংশ কমপক্ষে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভাল ভাবে ধুয়ে ফেলুন।

ডিম ফেটিয়ে এতে এক চা চামচ মধু আর এক চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। তৈলাক্ত ত্বকের জন্য এই টোনার বেশ কার্যকর।

এক কাপ কচি শশা কুঁচি আর এক কাপ টকদই ভাল ভাবে মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এটি ত্বকের ময়লা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা।

তৈলাক্ত ত্বকের জন্য ভাল টোনার আলু। এক টুকরো আলুর রস সারা মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে নিন।

শুষ্ক ত্বকের জন্য ৩ মুঠ পুদিনা পাতা এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। পাতার রস পানির সাথে মিশে যাবে। পানি ছেঁকে ঠাণ্ডা করে মুখে লাগান।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত