ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বেসরকারি শিক্ষকদের অবসরোত্তর আর্থিক সুবিধা

বেসরকারি শিক্ষকদের অবসরোত্তর আর্থিক সুবিধা

তোফিজুল ইসলাম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার চরতা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষক। ছয় কন্যাসন্তানের জনক তোফিজুল দুই বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন। কিন্তু অবসরোত্তর আর্থিক সুবিধার টাকা এখনো পাননি, কবে পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই।

পরিবারের ভরণ-পোষণ চালাতে সামান্য বেতনের টাকা তো গেছেই তার ওপর চেপেছে ঋণের বোঝা। এদিকে রক্তস্বল্পতা, লিভার-কিডনি সমস্যা নিয়ে স্থানীয় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তিনি। শুধু তোফিজুল ইসলাম নয়, এমন হাজার হাজার বেসরকারি শিক্ষক তাঁদের চাকরির অবসরে মানবেতর জীবন যাপন করছেন। সময়মতো পাচ্ছেন না অবসরোত্তর আর্থিক সুবিধার টাকা। অনেকেই এই উপার্জিত প্রাপ্য টাকা না পেয়েই মৃত্যুবরণ করছেন যা অত্যন্ত বেদনাদায়ক।

অজানা এক জটিলতায় বেসরকারি শিক্ষকদের অবসর নেওয়ার পরে এই টাকা পেতে ৫/৬ অথবা ৭ বছর পর্যন্ত লেগে যাচ্ছে। এই সময়ের মধ্যে কেউ বেঁচে থাকছেন, কেউ থাকছেন না, কেউ মানবেতর জীবন যাপন করছেন। তাই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন এই যে, বেসরকারি শিক্ষকদের অবসরোত্তর আর্থিক সুবিধার টাকা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দেওয়ার ব্যবস্থা করুন।

লেখক: প্রশান্ত কুমার বসাক রাণীশংকৈল, ঠাকুরগাঁও

  • সর্বশেষ
  • পঠিত