ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রাজধানীতে হেলপারের ধাক্কায় দুই পা হারালেন যাত্রী

রাজধানীতে হেলপারের ধাক্কায় দুই পা হারালেন যাত্রী

হেলপারের সাথে কথা কাটাকাটির জেরে রাজধানীর কাওরান বাজারে ৮ নাম্বার বাস থেকে সরিফুল ইসলাম নামে এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এতে তার দুই পায়ের উপর দিয়ে চলে যায় বাসটির পিছনের দুটি চাকা।

প্রত্যক্ষদর্শী নেওয়াজ শরিফ জানান, ৮ নম্বর লোকাল বাসের হেলপারের সাথে কথা কাটাকাটির জেরে বাসের যাত্রী সরিফুল ইসলামকে বাস থেকে নেমে যেতে বলেন হেলপার। সরিফুল বাস থেকে নামতে না চাওয়ায় তাকে গেটের সামনে থেকে ধাক্কা দিলে মাঝ রাস্তাতেই পড়ে যান। এতে বাসটির পিছনের চাকায় তার পা দুটি ঢুকে যায়। এ ঘটনার পরেও বাসটি না থামিয়ে তার পা দুটির উপর দিয়ে চলে যায়।

তিনি বলেন, আমার চোখের সামনেই ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য তার উপর দিয়ে না গিয়ে পায়ের উপর দিয়ে যাওয়ায় জানে বেঁচে গেছে সরিফুল। আমরা সাথে সাথে ভিকটিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা হচ্ছে।

উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

তবে পুলিশের সাথে যোগাযোগ করা হলে পুলিশ আটকের বিষয়টি জানাতে পারেনি।

খোঁজ নিয়ে জানা যায়, সরিফুল ইসলাম রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ড বয়ের চাকরি করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত