ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪০

বরিশালে মাদক ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড

বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকার ফিশারী রোড থেকে ১৯শ’ পিস ইয়াবাসহ আটক আব্দুর রহিমকে ১৫ বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের দণ্ডাদেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রহিম বরিশালের বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। মামলার বাদী হচ্ছেন র‌্যাবের ডিএডি বিদ্যুত কুমার রায়।

আদালতের বেঞ্চ সহকারি হেদায়েতুন্নবী জাকির বলেন, ২০১৫ সালের ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ নগরীর ফিশারী রোডের মায়ের দোয়া খাবার হোটেলের সামনে অভিযান চালায়। সেখান থেকে আটক করা হয় রহিমকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৯শ’ পিস ইয়াবা।

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই প্রদীপ মিত্র একই বছরের ২১ এপ্রিল একমাত্র রহিমকে অভিযুক্ত করে চার্জশীট দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত