ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে যানবাহন প্রবেশ-বহির্গমন বন্ধ

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৭:৫০

লালমনিরহাটে যানবাহন প্রবেশ-বহির্গমন বন্ধ

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব মোকাবেলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে জেলার সকল প্রবশেপথে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক আবু জাফর চিঠি ইস্যু করে এক আদেশ জারি করেন।

আদেশে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কৃষিপণ্য ও যন্ত্রপাতির দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক সারাদিন খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে।

এছাড়া আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে গণবিজ্ঞপ্তিতে। জেলায় কোনো যানবাহন ঢুকতে পাবে না এবং কোনো যানবাহন বের হতেও পাবে না। তবে জরুরি কাজে নিয়োজিত যানবাহন এ আশের আওতায় থাকবে না।

লালমনিরহাট জেলা প্রশাসক মো আবু জাফর বলেন, জনস্বার্থে আজ সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরাধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত