ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

চুনারুঘাটে চিকিৎসকের করোনা, হাসপাতাল বন্ধ ঘোষণা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২০, ১০:৩৮  
আপডেট :
 ২৫ এপ্রিল ২০২০, ১০:৪৬

চুনারুঘাটে চিকিৎসকের করোনা, হাসপাতাল বন্ধ ঘোষণা

করোনাভাইরাসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ বিয়ষটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মোজাম্মেল হোসেন।

জানা গেছে, শুক্রবার রাত ১২টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে আসা নমুনা পরীক্ষার রিপোর্টে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক ও আরেক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ ধরা পড়ে। তার পরই অনির্দিষ্টকালের জন্য হাসপাতাল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মোখলেছুর রহমান উজ্জ্বল জানান, আক্রান্ত চিকিৎসক ৩ জনের মধ্যে একজন উপজেলা হাসপাতালের স্বাস্থ্যকর্মী।

এর আগে দুই নার্স ও এক চিকিৎসক আক্রান্ত হলে গত ২১ এপ্রিল লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত