ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ডেঙ্গু ঠেকাতে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৩:৩৩  
আপডেট :
 ০৬ জুন ২০২০, ১৩:৫৪

ডেঙ্গু ঠেকাতে ডিএনসিসির চিরুনি অভিযান শুরু

ডেঙ্গু থেকে রাজধানীবাসীকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। চলবে টানা ১০ দিন। শনিবার সকাল ১০টা থেকে এই চিরুনি অভিযান শুরু হয়েছে।

সকালে অঞ্চল-৪-এর (মিরপুর-১০) ১৬ নম্বর ওয়ার্ড ইব্রাহীমপুর পুল পাড়, ১২ নম্বর ওয়ার্ড কলাওলা পাড়া, ১৪ নম্বর ওয়ার্ডসহ ৭টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলররা।

এ ব্যাপারে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মোল্লা গণমাধ্যমকে বলেন, আজ থেকে আমাদের চিরুনি অভিযান শুরু হয়েছে। পরিচ্ছন্ন কর্মীরা ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে ডেঙ্গু মশার জন্মস্থল ও লার্ভা ধ্বংস করবে।

ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফিরোজ আলম জানান, ১০ দিনব্যাপী এ অভিযান শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত