ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

অক্টোবর-নভেম্বরে বাড়তে পারে করোনা সংক্রমণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৯  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৮

অক্টোবর-নভেম্বরে বাড়তে পারে করোনা সংক্রমণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অক্টোবর-নভেম্বর মাসে করোনার সংক্রমণ কিছুটা বাড়তে পারে। তাই মাস্ক ব্যবহারে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন তিনি। বৈঠকের পর সচিবালয়ে অনুষ্ঠিত সীমিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

তিনি আরও জানান, ‘ইদানীং দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাস্ক ছাড়া নামাজ পড়তে দেখা যায়। তাই প্রধানমন্ত্রী ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, মাস্ক পরার জন্য সচেতনতা বাড়াতে হবে। জোহর ও মাগরিব এই দুই ওয়াক্তের সময় যেন সব মুসল্লি মাস্ক পরে নামাজে আসেন তা নিশ্চিত করতে হবে। অন্যান্য সময়ও মসজিদে নামাজ পড়ার সময় মাস্ক পরায় উৎসাহিত করতে হবে। এই মুসল্লিরাই যেন বাইরের মানুষকে সচেতন করেন সেভাবে উৎসাহিত করতে হবে।’

প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

আরও পড়ুন: মার্কেট শপিংমলে অ্যাকশনে যাচ্ছে সরকার

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত