ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২০, ১৯:২১  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০২০, ১৯:৫৫

ভিসার মেয়াদ বাড়ালো সৌদি
ফাইল ছবি

কোভিড-১৯ পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশিদের ভিসার মেয়াদ আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ফ্লাইট চালু হওয়ার পরে ওই দেশে ঢোকা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশিরা। কারণ তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। নতুন এই নির্দেশের ফলে অনেকেই এখন সেখানে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি সরকার আমাদের প্রবাসী কর্মীদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে।’

করোনা পরিস্থিতির আগে বাংলাদেশে আটকে পড়া শত শত প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয় গত ৩০ সেপ্টেম্বর। তার আগে সৌদি ফেরত যাওয়ার জন্য ফ্লাইটের টিকিটের দাবিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন প্রবাসীরা। এই বিক্ষোভ পরের দিনগুলোতেও গড়িয়েছে।

যদিও টিকিট সংকট কাটাতে সাউদিয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেয়।

প্রবাসীরা বলছিলেন, যেসব এজেন্সির মাধ্যমে তারা সৌদি গিয়েছিলেন, সেখানে ভিসার মেয়াদ বাড়াতে গেলে তাদের দূতাবাসে যেতে বলা হচ্ছিল। কিন্তু দূতাবাসে গেলে বন্ধ পাওয়া যাচ্ছিল।

আরও পড়ুন

দেশে আটকে পড়া প্রবাসীদের সমস্যা নিরসনের উদ্যোগ

রাজধানীতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত