ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৪ মিনিট আগে
শিরোনাম

চট্টগ্রামে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ২০:৪৩  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২০, ২০:৫৮

চট্টগ্রামে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ২
ছবি: বিরল প্রজাতির তক্ষক (সংগৃহীত)

বিরল প্রজাতির তক্ষক নিয়ে ঢাকায় যাওয়ার পথে মো. মনিরুল হক (৬০) ও মো. দেলোয়ার (৫০) নামে দুইজনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার ভোরে নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক চেকপোস্ট থেকে ‘তক্ষক’সহ তাদের আটক করা হয়।

আটককৃত মো. মনিরুল হক ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে। তিনি কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক সদৃশ প্রাণীসহ মো. মনিরুল হককে ভোরে আটক করা হয়। আটক মনিরুল হক জানিয়েছেন, তিনি বান্দরবানে একজনের কাছ থেকে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন। সেই তক্ষকটি নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন।’

প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি দুলাল মাহমুদ। তিনি আরো বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত