ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মধ্য জানুয়ারিতে ৬০ পৌরসভায় ভোট

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৯:২৮  
আপডেট :
 ২৯ নভেম্বর ২০২০, ২০:০১

মধ্য জানুয়ারিতে ৬০ পৌরসভায় ভোট
ফাইল ছবি

দ্বিতীয় ধাপে অন্তত ৬০টি পৌরসভা নির্বাচন মধ্য জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। রোববার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় প্রায় অর্ধেক পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বলেও জানান তিনি।

তিনি বলেন, তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট মধ্য জানুয়ারি, তৃতীয়ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে মধ্য ফেব্রুয়ারিতে।

এ লক্ষ্যে দ্বিতীয় ধাপের পৌরসভাগুলোর ভোটের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হতে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, সক্ষমতা, প্রাপ্তি, প্রশিক্ষিত লোকবল ও কারিগরি বিষয় বিবেচনায় সব পৌরসভায় ইভিএমে ভোট করা সম্ভব হচ্ছে না । প্রত্যেক ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে।

তফসিলের বিষয়ে ইসি সচিব বলেন, দ্বিতীয় ধাপের তফসিল খুব তাড়াতাড়ি হবে। কর্মপরিকল্পনা কমিশন অনুমোদন করলেই তফসিল দেওয়া হবে। বাকি পৌরসভাগুলোয় প্রতিটি ধাপে অন্তত ৬০টির তফসিল দেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন: প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট ২৮ ডিসেম্বর

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত