ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৭ মিনিট আগে
শিরোনাম

আরো ২১৪৭ রোহিঙ্গা ভাসানচর পোঁছাল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২১, ১৯:০২

আরো ২১৪৭ রোহিঙ্গা ভাসানচর পোঁছাল
ছবি: সংগৃহীত

ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্বে কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে পৌছেছে আরো ২ হাজার ১৪৭ জন রোহিঙ্গা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে ৬টি জাহাজে তারা ভাসানচরে পৌছান।

এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এসকল রোহিঙ্গাদের মধ্যে ৫৪৭ জন পুরুষ, ৬৩০ জন নারী এবং ৯৭০ জন শিশু রয়েছে।

ভাসানচরে পোছালে স্বাস্থ্য পরীক্ষা করার পর রোহিঙ্গাদের দলটিকে নিয়ে যাওয়া হয় ওয়্যারহাউসে। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়। ওয়্যারহাউসে তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়।

ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িযোগে ওয়্যারহাউসে সমবেত করে ব্রিফ দেওয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এর আগে আসেন আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত