ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাভারের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

  সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ০৯:৩১

সাভারের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

আড়াই ঘণ্টা পর সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

এর আগে, সকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার সিলভার গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডিউপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত