ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

বিড়িতে নকল ব্যান্ড রোল, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২১, ০২:১১

বিড়িতে নকল ব্যান্ড রোল, ৩ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি উৎপাদন, মজুদ এবং বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন গাজীপুরের জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি।

ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের দালান বাজারে অসাধু ব্যবসায়ীরা নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি উৎপাদন, মজুদ এবং বিক্রি করে আসছিলো ।

এমন খবরের সত্যতা পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বাজারের ব্যবসায়ী সুমন মোল্লাকে ১৫ হাজার টাকা, সাব্বির শেখকে ৫ হাজার টাকা এবং আজিজ শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত