ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দ্বিতীয় ডোজের আওতায় ৮৯ লাখের বেশি মানুষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৪৭  
আপডেট :
 ০৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৭

দ্বিতীয় ডোজের আওতায় ৮৯ লাখের বেশি মানুষ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার তোলা ছবি- জার্নাল

দেশে এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৯৬ লাখ ১৫ হাজার ৬১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮৯ লাখ ৬৫ হাজার জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ২৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৮৫০ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেয়া হয়েছে মোট ১ কোটি ১৮ লাখ ৫০ হাজার ৪৭৪ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ৩১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১০ জন। এখনও পর্যন্ত ফাইজারের টিকা দেয়া হয়েছে মোট ১ লাখ ৬৯৬ ডোজ।

এছাড়া সিনোফার্মের টিকা দেয়া হয়েছে মোট ১ কোটি ২৯ লাখ ৬৯ হাজার ৩০৫ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ২২ হাজার ২১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৩৮ জন।

মডার্নার টিকা এখনও পর্যন্ত দেয়া হয়েছে মোট ৩৬ লাখ ৬০ হাজার ১৩৯ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ১৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৭০ হাজার ২২০ জনকে।

এ পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৪ লাখ ৩১ হাজার ৪৭৮ জন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত