ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদের মানববন্ধন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৯

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদের মানববন্ধন
মানববন্ধন করছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদ। ছবি: প্রতিনিধি।

সারাদেশের ন্যায় ৪ দফার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি পরিষদ।

বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের জেলা কমিটির আহবায়ক মেহদী খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য সচিব ফিরোজ হোসেন, যুগ্ম সদস্য সচিব রকিবুল ইসলাম, আইডিইবির সভাপতি সাদেকুল ইসলাম প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, আর্ন্তজাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে ৩ বছরে রুপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, বিএনবিসি-২০২০’র জনস্বার্থবিরোধী সংঙ্গা ও ধারা-উপধারা সংশোধন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার সীমাহীন সংকটের সমাধানসহ চারদফা দাবি পুরণ করতে হবে।

মানববন্ধন শেষে ৪ দফা দাবিতে প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেয়া হয় অর্থ, শিক্ষা, জনপ্রশাসন ও প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত